ঢাকার কেরানীগঞ্জের ভাগনা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান শনিবার গভীর রাতে সাইমন (২৫) নামে এক যুবককে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় দেখে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করে। মৃত সায়মন আতাশুর এলাকায় বসবাস করত।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। মৃত সাইমন গাড়িচালক ছিলেন।