পাবনা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ ।
বৃহস্পতিবার দিবাগত রাত্রে সারে ১২ টার দিকে ভাঙ্গুড়া উপজেলার, ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ আজিরন (৩৮) স্বামী মোঃ হোসেন আলী ও মোঃ আসিক (১৯) পিতাঃ মোঃ হোসেন আলী উভয় একই গ্রামের বিখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হোছেন আলীর স্ত্রী এবং পুত্র। পিতা ও পুত্র উভয়ই একাধিক মামলার আসামি । বর্তমানে বিখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হোছেন আলী জেলহাজতে রয়েছেন।
জানা যায়, পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান বি পি এম এর নির্দেশনায় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ এস আই মোঃ নাজমুল কাদের ও এ এস আই মোঃ কামারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নৌবাড়ীয়া গ্রামের হোছেন আলীর নিজবাড়িতে টিনের ছাবড়া ঘরে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের করা কালে অভিযান চালিয়ে মা এবং ছেলেকে হাতেনাতে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে পলিথিনে মোড়ানো চব্বিশটি প্যাকেটে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হবে ।