সিএনএম প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের চেকপোস্টে আটককৃত যুবকের পায়ুপথ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার জেলা পুলিশ।
পুলিশ জানায়, ৩১ মে রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম চেকপোস্ট পরিচালনাকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনের পাকা রাস্তার উপর হতে মোঃ সাইদুল (৪০)কে তল্লাশী করে।
এসময় আসামী নিজে স্বীকারোক্তি দিলে তার পায়ূপথ হতে টেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোঃ সাইদুল ঢাকার কদমতলির পুরাতন দনিয়ার বাসিন্দা এবং সে ফরিদপুরের ভাংগার নলিয়ার বাসিন্দা মৃতঃ লাল মিয়ার পুত্র।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।