সিএনএম প্রতিনিধিঃ
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) থানাকে শতভাগ মাদক মুক্ত করার লক্ষে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
শুক্রবার (২৩ এপ্রিল) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মহিলাসহ তিন জন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
হাকিমপুর (হিলি) থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার সকাল ৬ টায় গোপন সংবাদে জানতে পারি যে, থানার দক্ষিণবাসুদেবপুর এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এস আই রাকিবুল, এস আই বেলাল, এ এস আই জুয়েল ও সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণবাসুদেবপুর (জিলাপিপট্রি) এলাকার নুর ইসলাম ওরফে বাবুর বাড়িতে অভিযান চালিয়ে রাসেল আহম্মেদ ওরফে ধলু এবং রায়হান শেখকে ৯৮ বোতল এম কে ডাইল ও ৩৯ বোতল ফেন্সিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
হাকিমপুর (হিলি) থানার সাঁতকুড়ি নামক এলাকায় সকাল সাড়ে ১০টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোছাঃ মিলন বেগম নামে এক মহিলা মাদক চোরাকারবারিকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।
হাকিমপুর (হিলি) থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, দুটি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৮৭ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, হিলি,হাকিমপুর পৌর শহরের দক্ষিণবাসুদেবপুর (জিলাপিপট্রি) এলাকার নুর ইসলাম ওরফে বাবুর ছেলে রাসেল আহম্মেদ ওরফে ধলু (২৫) ওই এলাকার (মহিলা কলেজপাড়া) ফজলু হকের ছেলে রায়হান শেখ (৩৮) এবং বগুড়া সদর উপজেলার মালি গ্রাম (সিদ্দিকের মোড়) এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী মিলন বেগম (৪৫)।
আসামিদেরবিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।