সিএনএম প্রতিনিধিঃ
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র একটি বিশেষ টহলদল আলাদা তিনটি অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় ছহির উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানায় বিজিবি।
আটক ছহির উদ্দন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গভীর রাতে আলাদা ৩টি অভিযানে ধান্যখোলা এবং শিকারপুর বিওপি’র কর্মকর্তারা ৩৪ কেজি গাঁজাসহ ছহির উদ্দিনকে আটক করে। এছাড়া জেলেপাড়া পোস্টের আয়রণ ব্রিজ থেকে ২২ কেজি এবং শিকারপুর বাওড় থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদক বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদক আইনে একটি মামলা হয়েছে।