শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে

  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২.২২ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ব্যালন ডি’অর জয়ের পর ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন উসমান দেম্বেলে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ২০২৫ সালের সেরা ফুটবলারকে বেছে নিতে বেগ পেতে হয়নি ফিফাকে। ফরাসি ফুটবলার দেম্বেলের হাতেই উঠেছে ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড।

কাতারের দোহায় ফিফার গালা নাইটে ১২ ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। সবার আকর্ষণের কেন্দ্রে ছিল বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। এবার সবচেয়ে এগিয়ে ছিলেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো দেম্বেলে। তিনিই হয়েছেন সেরাদের সেরা।

ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই গত মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান দেম্বেলে। পিএসজিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া, ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

পিএসজির হয়ে গত মৌসুমে দেম্বেলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেন, যার মধ্যে ৮টি গোল আসে চ্যাম্পিয়ন্স লিগে। পাশাপাশি তিনি ১৬টি অ্যাসিস্ট করেন তিনি। এদিকে ফিফা দ্য বেস্টে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছে আইতানা বনমাতি। স্পেন ও বার্সেলোনার এই তারকা সর্বশেষ ব্যালন ডি’অর-ও জিতেছিলেন দেম্বেলের সঙ্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com