রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা

  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৪.৩৪ এএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে
ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর দক্ষিণ মুগদায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে তনিমা রহমান নিহা (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে সাতটায় এ ঘটনাটি ঘটে।

তনিমা সাতক্ষীরা জেলার তালা উপজেলার মিজানুর রহমানের মেয়ে। বর্তমানে দক্ষিণ মুগদার একটি সাততলা ভবনের এর তৃতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। আইডিয়াল কলেজ থেকে এবার গোল্ডেন এ প্লাসে এইচএসসি-তে উত্তীর্ণ হয়েছিলেন।

নিহতের বাবা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছোটবেলা থেকেই তনিমার স্বপ্ন ছিল বড় হয়ে চিকিৎসক হবে। সে আশায় এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। পরে অকৃতকার্য হলে দু-তিন দিন ধরে খুবই মানসিকভাবে ভেঙে পড়ে। সন্ধ্যায় সবার অগোচরে বাসার সাত তালায় ছাদে যায়। পরে সেখান থেকে অসাবধানতাবশত নাকি ইচ্ছা করেই লাফিয়ে নিচে পড়ে যায় সে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com