রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় একটি সার কোম্পানীতে অভিযান করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
অভিযানে ঐ কোম্পানীর ১০ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট নাশিতাতুল ইসলাম ও কৃষি কর্মকর্তা মোছাঃ মোছলেমা খাতুন । এ তথ্য জানায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা জানায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ ফারুক আহমেদ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোতালেব হোসেন, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এএসআই ( নিঃ) নাজমুল ইসলাম, এসআই আবু ছাইয়ুম তালুকদার এবং সঙ্গীয় ফোর্সসহ মহানগরী এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা কালে নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ গুঞ্জন মোড় কামাল কাছনা, পাইওনিয়ার এ্যাগ্রো ইন্টার ন্যাশনাল ফ্যাক্টরীর ভিতরে জিপ সাম কোম্পানিতে বিপুল পরিমানে নকল সার বিভিন্ন ধরনের কীটনাশক ও তৈরি সামগ্রী উদ্ধার করে। ৫ লক্ষাধিক টাকার জিপসাম,বিভিন্ন ধরনের ক্যামিকেল, নকল কিটনাশক, বিভিন্ন ধরনের নকল স্টিকার মনোগ্রাম ও লেভেল। (যার আনুমানিক মূল্য-১০ লক্ষ টাকা)।
প্রতিষ্ঠানের মালিক মোঃ শওকত আলম প্রোপাইটার পাইওনিয়ার এ্যগ্রো ইন্টার ন্যাশনাল রংপুর-কে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা মতে ১৫,০০০/-(পনের হাজার) টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ২ মাস জেল আদেশ দেন এবং ল্যাব টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তার সমস্ত মালামাল জব্দ ও উৎপাদন বন্ধের আদেশ দেন।