বাংলাদেশে পুরোদমে চালু হলো বিশ্বের অন্যতম আইকনিক ব্র্যান্ড হলিডে ইনের ফ্রাঞ্চাইজ হোটেল ‘দ্য হলিডে ইন ঢাকা সিটি সেন্টার’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০২ পাউন্ড ওজনের কেক কাটা হয় হোটেলটির উদ্বোধনী আয়োজনে।
বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মরিয়ম গ্রুপের ডিরেক্টর প্রিন্স মোহাম্মদ আরাফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টির এম এম ইকবাল আহমেদ প্রমুখ।
দ্য হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মালিক আলম আহমেদ বলেন, ‘অতিথিদের অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে হোটেলটি বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য ফ্যামিলি ওরিয়েন্টেড ব্র্যান্ডের মাধ্যমে ভ্রমণকারীদের সর্বোত্তম সেবা দেওয়া।’
তিনি আরও বলেন, হোটেলের ১৮৭টি আধুনিক গেস্টরুম এবং স্যুট থেকে হাতিরঝিল বা ঢাকা শহরের মনোরম দৃশ্য দেখার সুযোগ রয়েছে। হোটেলটি সেন্ট্রাল লিভিং ধারণাকে ঘিরে ডিজাইন করা হয়েছে, যা নৈমিত্তিক কাজের জন্য আরামদায়ক।
২০২১ সালের ডিসেম্বরে অভিজাত হোটেলটি চালু হলেও বৃহস্পতিবার এর গ্র্যান্ড ওপেনিং হলো। ইন্টারন্যাশলান হোটেল গ্রুপের (আইএইচজি) পরিচালনায় থাকবে এটি।