সিএনএম প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন মন্তব্য করে বলেন নির্বাচন ব্যবস্থাপনাকে সংস্কার না করায় কমিশন খাদে পড়ে গেছে ।
তবে, এক তরফা নির্বাচনের দায় কমিশনের নয় বলেও দাবি করেন কমিশনার মাহবুব তালুকদার।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের চার বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহবুব তালুকদার।
তিনি আরও বলেন, ‘নির্বাচন ব্যবস্থাপনাকে সংস্কার করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ জরুরি।’ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতার আশঙ্কা রয়েছে বলেও জানান এ নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাদের মতামত ও বক্তব্যের সঙ্গে বরাবরই অমিল থাকায় বেশিরভাগ সময়ই আলোচনায় থাকেন মাহবুব তালুকদার। সহকর্মীদের সঙ্গে ভিন্নমতের বিষয়ে তিনি বলেন, ‘দেশের স্বার্থে যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত।’
সম্প্রতি ভোটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ৪২ নাগরিক ইসির বর্তমান সদস্যদের পদত্যাগের দাবি জানায়। এ লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর চিঠিও পাঠায় ৪২ নাগরিক। এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে মাহবুব তালুকদার বলেন, ‘এ দাবিটা আমাদের কাছে করা হয়নি। এই দাবি অন্য কোথাও করা হয়েছে। তবে, আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করলে যদি দেশের উপকার হয় তাহলে আমি যেকোনও মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত।’
পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি এ পর্যন্ত তিনবার পদত্যাগের অনুরোধ পেয়েছি। কতবার পদত্যাগ করব সেটাও একটা প্রশ্ন।’
২০১৭ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামী ২০২২ সালের এ কমিশনের মেয়াদ শেষ হবে। কমিশনের মেয়াদের শেষ দিকে হলেও ভালো কাজের বিষয়ে আশা প্রকাশ করেন আলোচিত এ নির্বাচন কমিশনার।