চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি বাসে বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও ৪২ জন আহত হয়েছেন। শনিবার বাসে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাস্তার ধারে জানালা ভেঙে যাওয়া একটি গাড়ি পড়ে আছে। গাড়ির ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, বিস্ফোরণের সময় তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। তবে বাসে আগুন লাগেনি।
স্থানীয় সরকারি নিরাপত্তা ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরে বাসে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
আরও ৪০ জন হালকা জখম হয়েছেন বলে শেনইয়াং কর্তৃপক্ষ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপর একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর বাসের যাত্রীরা রাস্তার পাশে বসে আছেন। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি।