ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৯ নম্বর বড়মানিকা ইউনিয়নের চার কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
সোমবার (৩১ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছেন বড়মানিকা ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী মো. আল আমিন।
সিইসির কাছে দেওয়া চিঠিতে জানানো হয়, গত ২৬ ডিসেম্বর বড়মানিকা ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দিন সাবেক চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ ও দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত। এছাড়া তার ছেলে নাবিল হায়দায় করোনা মহামারির সময় গরীব অসহায় মানুষের সরকারি ত্রাণের চাল আত্মসাৎ করেছে।
আমার নির্বাচনী এলাকার ৮৫ শতাংশ ভোটর আমার পক্ষে থাকা থাকা স্বত্ত্বেও জসিম উদ্দিন সন্ত্রাসী বাহিনীর ক্ষমতা ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমার ইউনিয়নের ১, ৩, ৫ ও ৬ নম্বর কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দিয়ে নৌকার পক্ষে সিল মেরে ভোট নিয়ে যায়। ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে তার সন্ত্রাসী বাহিনী নৌকায় সিল মারার সময় আমি সেখানে গেলে তারা আমার ওপর অতর্কিত হামলা করে এবং আমার গাড়ি ভাঙচুর করে। আমিসহ আমার অনেক কর্মী সেখানে আহত হয়।
চিঠিতে আরও জানানো হয়, আমি কোন ওয়ার্ডে কত ভোট পেয়েছি, তার কোনো ফলাফল এখন পর্যন্ত জানতে পারিনি। ওইদিন রাতে আমি নির্বাচন কমিশন অফিসে গিয়ে অভিযোগ জানাতে যাওয়ার সময় জসিম উদ্দিন তার ক্যাডার বাহিনী নিয়ে বোরহানদ্দিন বাজারে আমার ওপর আবারও হামলা করে। আমি নিরূপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আপনি আমার নির্বাচনী এলাকার ১,৩, ৫ ও ৬ নম্বর কেন্দ্র্রে পুনরায় ভোটগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাই এবং একই সঙ্গে ২, ৪, ৭, ৮ ও ৯ নম্বর কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য জোরালভাবে অনুরোধ জানাচ্ছি।