বিশেষ প্রতিবেদকঃ
পাড়া-মহল্লায় স্থানিয়ভাবে পাল্লা দিয়ে নেতা হওয়ার মনোভাব নিয়ে আবার ব্যাক্তিস্বার্থ নির্বেশী নেতারা এলাকার জনসাধারনের মাঝে নিজেদের বড় করে তুলে ধরতে ছবি সংযুক্ত করে ছোটবড় করে লিফলেট, পোষ্টার, ব্যানার ছাপিয়ে এলাকার অলি-গলির দোকানপাট, বাড়িঘর, রাস্তাঘাট -এর দেওয়ালে লাগিয়ে নিজেদের জাহির করেন তিনি একজন বড়মাপের নেতা বা কেহ সামনে নেতা হবেন তাই এলাকাবাসীর কাছে নিজেকে চিহ্নিত করছেন তিনি কে ?
পোষ্টারের ছবিগুলোর দিকে চোখ পড়লে দেখা যায় নেতাদের বড়বড় ছবি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ছবি পোষ্টারের এককোণে নামমাত্র ছাপানো হয়ে থাকে। মনে হয় নেতারা কোন বিপদের সম্মুখিন হয়ে জাতির পিতার সামান্য ছবিটুকু তাদের পোষ্টারে রেখেছেন। শুধু রাস্তাঘাটে ছবিতে শেষ নয় নেতারা ছাপানো ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে থাকেন। এই দৃশ্য ঢাকা জেলাতেই বেশী দেখা যায়। পোষ্টারে বঙ্গবন্ধুর ছোট ছবি ছাপিয়ে জাতির পিতাকে অসম্মান করা হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভূমিতে জন্মেছিল বলেই, মানুষের দুঃখ দুর্দশা অভাব অনটন নানা ধরনের নির্যাতন নিপিড়ন প্রতিকার করণসহ মানুষের ভাগ্য উন্নয়ন ও বাংলা ভাষার জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আর এদেশের সকল নারী পুরুষ তার ডাকে সাড়া দিয়ে সে মহান পিতার আদর্শের ব্যক্তি হিসাবে তার উদ্দেশ্যে গড়ে তুলেছিল মুক্তিযুদ্ধে পরাজয় হয়েছে হানাদার বাহিনীর। আমরা পেয়েছি বাংলাদেশের মানচিত্র ও স্বাধীনতা। কিন্তু স্বার্থ নির্বোধ কুচক্রী কিছু অসাধুরা পিতার বুকসহ তার পরিবারের তাজা বুকের রক্ত ঝড়িয়ে নিঃশেষ করে দিয়েছিলেন স্বপরিবারে পিতাকে। তারা মনে করেছিলেন বঙ্গবন্ধুকে শেষ করে দিলেই এদেশ আবার পাকিস্তান হয়ে যাবে। তবে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর সেই উদ্দেশ্যকে আজ বাস্তবায়ন করছে, তারই সুযোগ্য কন্যা মানবতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।