সিএনএম প্রতিনিধিঃ
চাঁদপুরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে কৌশলে সাধারণ মানুষদেরকে বাসায় ডেকে মোবাইলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে আসছিলো প্রতারক চক্র। নারীসহ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মে) সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
দুপুরে মডেল থানা পুলিশ প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
আটককৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন: তাসলিমা জেরিন, হাসিনা বেগম, সাদিয়া বেগম, আয়শা আক্তার, মো. মোস্তফা ও কাজল খান।
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে কৌশলে সাধারণ মানুষদেরকে বাসায় ডেকে মোবাইলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে আসছিলো। বিশেষ করে যুবকরা তাদের টার্গেট ছিলো বেশি। শহরের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই চক্রটিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।