সিএনএমঃ
রাজধানীর শাঁখারী বাজার থেকে ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজিসহ নয়ন চন্দ্র রায় (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাঁখারী বাজারের ৬ নম্বর পান্নিটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার রাতে কোতয়ালি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। এ সময় গোপন সংবাদে জানা যায়, শাঁখারী বাজার এলাকায় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বিস্ফোরকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যে রাত পৌনে ১০টার দিকে ১১৩ নম্বর শাঁখারী বাজার ৬ নম্বর পান্নিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ও কাগজের বক্সে বিভিন্ন ধরনের সর্বমোট ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় নয়ন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়।
পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়ের করা হয়েছে।