বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৪ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক-হেলপার গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৭.৪৫ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে

সিএনএমঃহ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ নামে একটি বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সায়েদাবাদের জনপথ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

গ্রেফতার ব্যক্তিরা হলো– বাসের চালক মো. জাকির হোসেন (৪৫) ও বাসের হেলপার মো. শাহিন চৌকিদার (৩০)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ওই বাসের ড্রাইভার ও হেলপার বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম। পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় বাসটি আটক করা হয়। এ সময় চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা কক্সবাজার থেকে ইয়াবা আনার কথা স্বীকার করে। বাস তল্লাশি করে একটি ব্যাগে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করে ডিবি টিম।’

তিনি বলেন, ‘ইয়াবা পরিবহণের দায়ে জাকির ও শাহিনকে গ্রেফতারসহ বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গোয়েন্দা পুলিশ জানায়, জাকির ও শাহিন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তারা পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ঢাকায় ইয়াবা আনতো। পরে রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বেশি মূল্যে বিক্রি করতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com