মোঃ বাদশাঃ
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।
শুক্রবার (৯ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মাহমুদুল হাসান রহিদ খন্দকার (১৮)। ১৪৮/১, দক্ষিণ যাত্রাবাড়ী ওহিদুর রহমান খন্দকারের ছেলে রহিদ। তিন ভাই এক বোনের মধ্যে নিহত রহিদ তৃতীয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
নিহতের বড় ভাই রানা খন্দকার জানিয়েছেন, আজ (শুক্রবার) আনুমানিক বিকাল চারটার দিকে তার বন্ধু মারজানের মোটরসাইকেলে চড়ে বেরিয়েছিল রহিদ।যাত্রাবাড়ী থেকে গুলিস্তান যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বলে শুনতে পেরেছেন তারা। গুরুতর আহত অবস্থায় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে চারটায় রহিদকে মৃত ঘোষণা করেন। মারজান চিকিৎসাধীন রয়েছেন।