সিএনএমঃ
নরসিংদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
১ ডিসেম্বর, রবিবার নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।
নরসিংদী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রেজওয়ানা কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপনিবন্ধক) মো. রবিউল ইসলাম।
জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, অর্থনৈতিক শুমারি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভবিষ্যতে রাষ্ট্রের উন্নয়ন কর্মপন্থা নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন বাংলাদেশ গড়তে নির্ভুল তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে শুমারি কার্যক্রম সম্পন্ন করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
উল্লেখ্য, অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন স্লোগানকে প্রতিপাদ্য করে ১০-২৬ ডিসেম্বর ২০২৪ সারাদেশে একযোগে অর্থনৈতিক শুমারিকাল চলবে।