যুক্তরাষ্ট্র এবং পোল্যান্ড ইউক্রেনের পশ্চিমাঞ্চলে প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার ‘ফরেইন ইন্টেলিজেন্স সার্ভিস’ (এসভিআর)-এর প্রধান সের্গেই নারিশকিন।
তবে পোল্যান্ড এই অভিযোগকে ‘গুজব’ আখ্যা দিয়ে বলেছে, কিয়েভের সমর্থকদের মধ্যে অবিশ্বাস তৈরির লক্ষ্যে এমন অপপ্রচার চালানো হচ্ছে।
সের্গেই নারিশকিন বৃহস্পতিবার অপ্রকাশিত গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে বলেছেন, এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও এর ন্যাটো মিত্রদেশ পোল্যান্ড পশ্চিম ইউক্রেনের কিছু অংশে পোলিশ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। সে কারণে শেষমেষ পশ্চিমা দেশ এবং রাশিয়ার মধ্যে ইউক্রেনকে ভাগ করতে বাধ্য হওয়ার মধ্য দিয়ে যুদ্ধ শেষ হতে পারে বলে একরকম স্পষ্ট ইঙ্গিতই দিল মস্কো।