ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর একের পর এক মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে যাচ্ছে। বুধবার (২০ এপ্রিল) জাতিসংঘ জানিয়েছে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সব থেকে বড় শরণার্থী সংকট।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রায় আট সপ্তাহের এই যুদ্ধে বহু মানুষ মারা গেছে। অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ৭০ লাখের বেশি মানুষ ইউক্রেনের ভেতরেই উদ্বাস্তু হয়ে গেছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী অনুযায়ী বুধবার (২০ এপ্রিল) পর্যন্ত প্রায় ৫০ লাখ ৩০ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে আশেপাশের অন্যান্য দেশগুলিতে আশ্রয় গ্রহন করেছে।এদের অধিকাংশই পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়ায় আশ্রয় নিয়েছে। আশ্রয় প্রদানকারী দেশের সরকার এবং স্বেচ্ছাসেবীরা নারী ও শিশুদের খাবার, নিরাপদ আশ্রয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনে দাতব্য কাজে নিয়োজিত প্রাগ ভিত্তিক সংগঠন ‘পিপুল ইন নিড’এর মাইগ্রেশন প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইয়াকুব আন্দ্রেলে বলেছেন, যুদ্ধের পরিস্থিতির ওপর নির্ভর করে শরনার্থীর সংখ্যা দিন দিন আরো বাড়বে।