মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মেয়েকে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়তে এলেন মা

  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২, ১০.২৬ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ভারত সবসময়ই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী। সেটা যেকোনো খেলাতেই হোক না কেন। লড়াইটা ক্রিকেট বিশ্বকাপে হলে তো কথাই নেই। এমন ম্যাচেই ছোট্ট মেয়েকে নিয়ে মাঠে হাজির হলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। নারীদের ওয়ানডে বিশ্বকাপ চলছে নিউজিল্যান্ডে। রোববার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।  

এই ম্যাচ শুরুর আগেই দেখা গেল নিজের ছোট্ট সন্তানকে নিয়ে টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন মারুফ। এক সময়ে মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনা ছিল তার। তবে ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার তিনি দেশের জার্সিতে মাঠে নামছেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে।

গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেটাকেই কাজে লাগিয়েছেন বিসমাহ। গর্ভবতী থাকাকালীন এবং তারপরও কিছুদিন তিনি ‘ছুটি’ পেয়েছিলেন বোর্ডের কাছ থেকে। যদিও বেতন কাটা হয়নি তার।

মাহরুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তার মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে মারুফের মাও থাকবেন। যেন তার নজরটা ক্রিকেটেই থাকে ও মারুফের ব্যস্ততার সময়টাতে বাচ্চাও একাও না থাকেন। পাশাপাশি মারুফ মা হয়ে মাঠে ফেরার জন্য নিজের স্বামীকেও কৃতিত্ব দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমার কিছু সতীর্থের দিকে তাকিয়ে, কখনো ভাবতেও পারিনি বিয়ের পর ক্রিকেট খেলতে পারবো। বিশেষত মা হয়ে যাওয়ার পর। কিন্তু সৌভাগ্যবশত, আমার পরিবারের সমর্থন ছিল, আমার স্বামী বিশেষ করে। সে বিশ্বাস করতো আমি অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হতে পারি যারা মা হওয়ার পরও খেলতে চায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com