অনেকদিন ধরেই গোল পাচ্ছিলেন না। ম্যাচের সংখ্যায় ১০টি। স্ট্রাইকারের জন্য গোল করতে না পারা কতটা যন্ত্রণার, সেটা ভালোই জানা লাওতারো মার্টিনেজের। অবশেষে শনিবার গোলের দেখা পেয়েছেন তিনি। তার হ্যাটট্রিকে সালের্নিতানার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মিলান।
৪২৫ মিনিট ধরে গোল পাননি মার্টিনেজ। এরপর ৫৬ মিনিটেই করে ফেলেছেন হ্যাটট্রিক। ম্যাচশেষে মার্টিনেজ শুনিয়েছেন নিজের কঠিন সময়ের কথা। স্ত্রীর সঙ্গে দলকে সাহায্য করতে না পারার কষ্টের কথা ভাগাভাগি করেছেন, জানিয়েছেন সেটি।
তিনি বলেছেন, ‘জয় ছাড়া দলের কোনো লক্ষ্য থাকতে পারে না। আজকে আমরা পাঁচ গোল করেছি, আমরা খুশি এতে। ব্যক্তিগতভাবে আমি কঠিন মুহূর্ত পাড় করে এসেছি কারণ একজন স্ট্রাইকার বেঁচে থাকে গোল করতে। আজকে আমি সৌভাগ্যবান ছিলাম তিনটা গোল করেছি।’
‘আমি মাঠে নেমেছিলাম অনেক ইচ্ছে ও রাগ নিয়ে কারণ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আর একটা গুরুত্বপূর্ণ সময় কড়া নাড়ছে দরজায়। আমাদের অনেক জিনিস দেখাতে হতো কারণ আমরা নিজেদের কিছুটা হারিয়ে ফেলেছিলাম।’
স্ত্রীর সঙ্গে দুঃখ ভাগাভাগির কথা জানিয়ে মার্টিনেজ বলেছেন, ‘আমি যখন ঘুমাতে গেছি, স্ত্রীর সঙ্গে অনেক কথা বলেছি কারণ আমি কষ্টে ছিলাম যখন গোল করে দলকে সাহায্য করতে পারিনি। তার সঙ্গে অনেক কথা বলেছি, বন্ধু ও পরিবারের সঙ্গেও। এই তিনটা গোল আমার সন্তানকে উৎসর্গ করলাম।’