রাজধানীর মুগদা থানার পূর্ব মানিকনগর এলাকায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে মুগদা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে গভীর রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে সুমাইয়া মানিকনগর মডেল স্কুলের নবম শ্রেণিতে লেখাপড়া করত। সোমবার সন্ধ্যায় লেখাপড়া না করে মোবাইল চালাচ্ছিল। পরে তার মা মোবাইল চালাতে নিষেধ করে। এ নিয়ে মা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। পরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারা মুগদা থানার পূর্ব মানিক নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাবার নাম মো. সেলিম। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।