ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের ফলে দেশটির ওপর নেমে আসছে নানা ধরনের নিষেধাজ্ঞা। বাদ যাচ্ছে না ফুটবলও। সোমবার রাতে এক বিবৃতিতে রাশিয়াকে ফিফা ও উয়েফার সব ধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফিফা ও উয়েফার এমন সিদ্ধান্তকে ‘স্পোর্টিং স্পিরিট’ ও ‘আন্তর্জাতিক ক্রীড়া আইনের’ পরিপন্থী বলে দাবি করেছে রাশিয়া ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এক বিবৃতিতে আরএফইউ বলেছে, ‘রাশিয়ান ফুটবল ইউনিয়ন স্পষ্টভাবেই অনির্দিষ্টকালের জন্য ফিফা ও উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে আমাদের অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মেনে নেবে না।’
‘আমাদের বিশ্বাস এই সিদ্ধান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার নিয়ম-নীতির সঙ্গে সঙ্গীতিপূর্ণ না। একই সঙ্গে স্পোর্টিং স্পিরিটেরও। এটা স্পষ্টতই বৈষম্যমূলক সিদ্ধান্ত অনেক অ্যাথলেট, কোচ, কর্মকর্তা, ক্লাব, জাতীয় দল ও সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে রাশিয়ার বাইরের লাখো সমর্থকদের জন্য। যাদের আগ্রহে আন্তর্জাতিক সংস্থার প্রথম দেখা উচিত।’
‘এই ধরনের কাজ বিশ্ব ক্রীড়া সম্প্রদায়কে বিভক্ত করে; যারা সবসময় রাজনীতি থেকে সাম্য, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীনতার নীতিগুলো বেশি মেনে চলে।’
পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত রাশিয়ার সব ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। এই অবস্থা চললে ২০২২ বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। ২০২২ নারী ইউরোতেও অংশ নিতে পারবে না তারা। ইউরোপা লিগের শেষ ষোলোতে আরবি লাইপজিগের বিপক্ষে খেলতে পারবে না রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো।