সিএনএম প্রতিনিধিঃ
ময়মনসিংহে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮ জন চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৪।
বুধবার (২১ এপ্রিল) ভোরে, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি টিম গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য বহনকারী ৬টি ট্রাক ও কার্ভাডভ্যানসহ ১৮ জনকে আটক করে। তাদের নিকট থেকে ভারতীয় ১ হাজার থ্রি পিস, ২৫০ পিস লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ি, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৭ হাজার পিস ক্রিম উদ্ধার করে।
তিনি আরো জানান, এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গৌরিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।