সিএনএমঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এই অপপ্রচার আর সহ্য করতে পারছেি না ‘সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমি নির্বাচনে নেমেছি, কিন্তু আর পারছি না। আমার ধৈর্য্যে কুলাচ্ছে না। তারা বিএনপির বিরুদ্ধে যেভাবে অপ্রচারে চালাচ্ছে, আর সহ্য করতে পারছি না। সেটার বহিঃপ্রকাশ করে গেলাম। আর বলব না, আজকেই প্রথম, আজকেই শেষ।’
তিনি বলেন, ‘অপকর্ম করছে নিজেরা, আর চাপিয়ে দিচ্ছে বিএনপি ওপর। নিজেরা চাঁদাবাজি করছে, তা চাপিয়ে দিচ্ছে বিএনপির ওপর। ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কী করে? আমি জানতে চাই, সরকার কয়জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে? এ জন্য আমি বলি নাই আমাকে মন্ত্রী বানাতে হবে।’