শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বললেন ‘দিন আমাদেরও আসবে’

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫.২২ পিএম
  • ৫৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আদালতে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের গ্রেপ্তার শুনানির সময় একটি দৃশ্যমান মুহূর্ত ঘটে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে’। এ সময় মেনন মুচকি হাসেন, তবে কোনো উত্তর দেননি।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।

এদিন সকালে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় ইনু ও মেননকে। মেননের হাতে ছিল পাউরুটি, যা দেখে উপস্থিত সাংবাদিকরা তার নাস্তা সম্পর্কে প্রশ্ন করেন। ইনু হাসতে হাসতে বলেন, ‘যে লাউ, সেই কদু’। এ সময় মেননও মুচকি হাসেন।

আদালতে শুনানি চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীরা তাদের শাস্তির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে আইনজীবীদের মধ্যে হাতাহাতিও হয়। এ পরিস্থিতিতে বিচারক আসামিদের নির্বিঘ্নে হাজতখানায় নেওয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com