পর্তুগাল সফরে রয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। সফরে গত সোমবার (৩০ মে) তিনি দেশটির পররাষ্ট্র সচিব ফ্রান্সিস্কো আন্ড্রের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকে শাহরিয়ার আলম পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পারিবারিক ভিসা ও স্টুডেন্ট ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। জবাবে ফ্রান্সিস্কো আন্দ্রে বিষয়গুলোতে একমত পোষণ করেন এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একইসঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ও উভয় দেশের দ্বৈত কর ব্যবস্থা পরিহারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
শাহরিয়ার আলম জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এটি আঞ্চলিক উন্নয়নের একটি রোল মডেল। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার পর্তুগালের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে।
সচিব আন্দ্রে ফ্রান্সিস্কো জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি আগামী ২০২৭-২৮ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রার্থীতার জন্য বাংলাদেশের সমর্থন চেয়েছেন।
এছাড়াও ফ্রান্সিস্কো আগামী ২৭ জুন পর্তুগাল আয়োজিত দ্বিতীয় জাতিসংঘ সামুদ্রিক সম্মেলনে বাংলাদেশকে অংশগ্রহণ করার বিষয়ে পুনরায় আমন্ত্রণ জানান। জবাবে শাহরিয়ার আলম উক্ত সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করে।