ইতিহাসের হাতছানি নয়, রীতিমতো ইতিহাসই গড়ে ফেললেন তিনি। মঙ্গলবার রাতে ভিলারিয়ালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে লিভারপুল। দলকে ফাইনালে নিয়ে নতুন উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন ইংলিশ জায়ান্ট ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপ।
এক মৌসুমে চার শিরোপাজয়ের পথে এখন লিভারপুল। কারাবাও কাপ (লিগ কাপ) জিতেছে আগেই। সামনে ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ। দল এফএ কাপের ফাইনালের পর এবার চ্যাম্পিয়নস লিগেরও শীর্ষ দুই নিশ্চিত করেছে। ইতিহাস জানাচ্ছে-একই মৌসুমে এর আগে অন্য কোনো ম্যানেজার তার দলকে লিগ কাপ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিতে পারেননি। এই লড়াইয়ে ক্লপই প্রথম ম্যানেজার যিনি এই কীর্তি গড়লেন!
এর আগে ১৯৯৮-৯৯ মৌসুমে ট্রেবল জিতে অনন্য উচ্চতায় পা রাখেন স্যার অ্যালেক্স ফার্গুসন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতালেও কারাবাও কাপের ফাইনালে নিতে পারেন নি। ক্লপ এখানেই এগিয়ে অন্যদের চেয়ে।
অবশ্য এই মৌসুম আলাদা কোন নয় তার জন্য। টানা সাফল্যের মধ্যেই আছেন ক্লপ। এবার নিয়ে চ্যাম্পিয়নস লিগে চারবার ফাইনালের তৃপ্তি পাচ্ছেন। এরমধ্যে তিনবার নিয়ে গেছেন লিভারপুলকে। একবার ডর্টমুন্ডকে ফাইনালে তুলেন এই কোচ। এভাবে চারবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নেওয়ার রেকর্ড তার ছাড়া রয়েছে চার কোচের-রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, মিগেল মুনোজ, জুভেন্টাসের মার্সেলো লিপ্পি ও ম্যানইউর স্যার অ্যালেক্স ফার্গুসনের।
এমন সাফল্যের পরও মাটিতে পা ক্লপের। ভিলারিয়ালকে হারিয়ে মঙ্গলবার রাতে ৫৪ বছর বয়সী এই জার্মান বলছিলেন, ‘মনে হচ্ছে যেন প্রথমবারের মতো ফাইনালে উঠলাম!’ সাফল্যের ক্ষুধাটা এভাবে বেঁচে থাকে বলেই তো ইতিহাস ধরে রাখে তাকে!