ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। তবে বাংলাদেশ নারী দলের খেলোয়াড় রুমানা আহমেদের সে উৎসবে ভাটা পড়ল এবার। ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এই অলরাউন্ডার এখন অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই কাটল তার এবারের ঈদ। এনিয়ে বেশ কয়েকবার দেশের বাইরে ঈদ পালন করতে হলো রুমানাকে। এই অনুভূতি একেবারেই সুখকর নয় তার জন্য।
পেশাদার খেলোয়াড় হিসেবে নাম লেখানোর পর অনিচ্ছাসত্ত্বেও দেশের বাইরে ঈদ পালন করতে হয়েছে। পারিবার থেকে দূরে ঈদ করতে প্রতিবারই মন খারাপ হয়ে যায় রুমানার। এমনকি ঈদের নতুন জামা, ঘুরাঘুরিও বেশ মিস করেন তিনি।
রুমানা বলেন, ‘অনেকগুলো ঈদ আমি দেশের বাইরে করেছি। ২০১০ সাল থেকে বেশ কয়েকবার এমন হয়েছে। এটা নতুন কিছু না, তবে মন খারাপ থাকে যে পরিবারের বাইরে ঈদ করতে হয়। পরিবারের সঙ্গে রোজা রেখে ইফতার করা হয় না, ঈদ আনন্দ হয় না।’
আরও যোগ করেন রুমানা, ‘দেশে নতুন জামা পরে ঈদ করা গেলেও বিদেশে তা পুরো ভিন্ন। এমনও হয়েছে ঈদের দিন আমরা অনুশীলন করেছি। এগুলো দেশের সঙ্গে কখনো মিলে না। দেশে ঈদের সেমাই খাওয়া, নতুন জামা পরে বাইরে ঘুরাঘুরি কিংবা পরিবার নিয়ে আনন্দ এগুলো খুবই মিস করবো।’
নারীদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন রুমানা। সেখানে কেটেছে তার এবারের ঈদ। এই টুর্নামেন্ট খেলতে গত ৩০ এপ্রিল দেশ ছাড়েন রুমানা। ৬ দলের লিগ শেষ করে আগামী ১৬ মে তার দেশে ফেরার কথা আছে।