শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নার্সের সঙ্গে বাকবিতণ্ডা, রোগীকে কোপাল দুর্বৃত্তরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৩৩ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

ফরিদপুর: ফরিদপুর জেনারেল হাসপাতালে ঢুকে মো. রাসেল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

আহত যুবককের বাড়ি ফরিদপুর শহরের টেপাখোলার বৃন্দাবন মোড় এলাকায়। তিনি ওই এলাকার আবুল খায়েরের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা সেবা নিয়ে হাসপাতালে কর্মরত ইলা শিকদার নামে এক নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় রাসেলের। এর জের ধরে বহিরাগত কয়েকজন যুবক রাসেলের বুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুজ্জামান বলেন, রাসেলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com