ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহান দেশনায়কের জন্মবার্ষিকীতে রোববার সন্ধ্যায় শ্রদ্ধার্ঘ্য জানানোর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজির বাণী স্মরণ করেন তিনি।
মোদি বলেন, বিশ্বের কোনো শক্তি নেই ভারতকে নড়াতে পারে- এমনটাই বলেছিলেন নেতাজি। ২০৪৭ সালের আগে নতুন ভারত তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। স্বাধীনতার ১০০ বছরে এটিই অঙ্গীকার হবে।
এদিকে নেতাজির মূর্তি কেন এতদিন বসেনি, তা নিয়ে ইতোমধ্যেই নাম না করে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের চাপেই দিল্লিতে মূর্তি করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি যোজনা কমিশনের নাম বদল নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।