রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১৫৯ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান দিলো ডিএমপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৭.০২ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ডিএমপির কল্যাণ তহবিল থেকে ১৫৯ পুলিশ সদস্যকে ৭৫ লাখ ৯৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসা এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সহায়তায় এ আর্থিক অনুদান দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আহত ও অসুস্থ পুলিশ সদস্য এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আহত, অসুস্থ পুলিশ সদস্যদের সুস্থতা ও নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব কল্যাণ ফান্ড থেকে আপনাদের আজ এই আর্থিক সহায়তা দিচ্ছি। কল্যাণ ফান্ডের অর্থ আসে ডিএমপির কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে। এই ফান্ড যাতে আরও বাড়ানো যায় সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আপনারা চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ সীমিত। অসুস্থতার ধরন ও  গুরুত্ব বিবেচনা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যখন ডিউটিতে মোতায়েন থাকেন তখন প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এতে ধুলাবালি থেকে সুরক্ষা পাবেন। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে নিজেকে সচেতন থাকতে হবে।

গত ৮ জানুয়ারি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৫তম সভায় ১৫৯ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭৫ লাখ ৭৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com