মুম্বাইয়ের ওরলিতে দেখা গিয়েছিল অভিনেত্রী মাধুরী দীক্ষিতে। সঙ্গে ছিলেন স্বামী শ্রীরাম নেনে। সাদা-কালো পোশাকে হাঁটছিলেন যখন, সৌন্দর্য ছড়িয়ে পড়ছিল মাধুরীর সর্বাঙ্গ থেকে। ৫৫ উত্তীর্ণ অভিনেত্রীর রূপ মুগ্ধ হয়ে দেখছিলেন ভক্তরা।
তাদেরই মধ্যে এক জন এগিয়ে এসে অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে চান। বলেন, ‘ম্যাডাম একটি ছবি তুলব প্লিজ?’ কিন্তু মাধুরীর প্রতিক্রিয়া দেখে ছিটকে সরে গেলেন তিনি। সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মনঃক্ষুণ্ণ সবার। এমন আচরণ কেন করলেন প্রিয় অভিনেত্রী? সে নিয়ে চলছে নানা জল্পনা।
দেখা যায়, সেই ভক্তকে পাত্তাই দিলেন না ‘চন্দ্রমুখী’। বিরক্তিসূচক আওয়াজ করে নিজের গাড়ির দিকে এগিয়ে যান তিনি।
ভক্তের অনুরোধকে এমন করে অবজ্ঞা করতে পারলেন মাধুরী? তা নিয়ে মন্তব্যের বন্যা বয়ে যায় নেটদুনিয়ায়।
কেউ বলেন, ‘মাধুরীর এমনই!’ কেউ বললেন, ‘আচরণটা খেয়াল করো এক বার! সাংঘাতিক।’ নিন্দাসূচক মন্তব্য উপচে পড়ছে ভাইরাল হওয়া ভিডিওটিতে।