মুন্সিগঞ্জের শ্রীনগরে ১২ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত টিপু মাঝি (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে টিপু মাঝিকে আটক করা হয়। তিনি ৩ মেয়ে ও ১ ছেলেসন্তানের বাবা।
স্থানীয়রা জানান, দরিদ্র পরিবারের ওই ভুক্তভোগী কিশোরী টিপু মাঝির মেয়ের সঙ্গে রাতে ঘুমাত। এই সুযোগ নিয়ে টিপু মাঝি কিশোরীকে বেশ কিছুদিন আগে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয় দেখিয়ে পরে তিনি বেশ কয়েকবার ওই কিশোরীকে ধর্ষণ করেন।
কয়েক দিন আগে কিশোরী তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে শ্রীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টিপু মাঝিকে ধর্ষণের অভিযোগে আটক করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গতকাল জানান, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে টিপু মাঝির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।