চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার স্বপ্ন নিয়ে লিওনেল মেসিকে দলে নিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইঁ। অথচ তাদের এবারের যাত্রা থেমেছে শেষ ষোলোতে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-০তে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু শেষ অবধি ৩-২-এ হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে।
এই হারের ক্ষত সহজে ভুলতে পারেননি পিএসজি সমর্থকরা। রিয়ালের বিপক্ষে ম্যাচের ঠিক পরের ম্যাচে লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে মাঠে নামে ক্লাবটি। ওই ম্যাচের পুরোটা সময়জুড়ে দুয়ো দেওয়া হয় দলের দুই বড় তারকা নেইমার জুনিয়র ও লিওনেল মেসিকে। তবে পৃথিবীর কোথাও, কোনো কারণেই মেসিকে দুয়ো দেওয়া উচিত না বলে মনে করেন তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল।
তিনি বলেছেন, ‘তারা এটা রাগের বশে করেছে কোনোরকম ভাবনা ছাড়াই। কিন্তু মেসির মতো একজনকে কখনোই দুয়ো দেওয়া উচিত না, পৃথিবীর কোথাও কোনো কারণেই না। সে বিশ্বকে অনেক কিছু দিয়েছে ও আমাদের সময়কে উপভোগ্য করেছে। আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু সবার নিজস্ব ভাবনা আছে।’
লিওনেল মেসিকে পিএসজিতে বেশ অসুখীই মনে হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর সেটা আরও বেশি। সপ্তাহখানেক পরই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। জাতীয় দলে যোগ দিলে মানসিকভাবে আরও ভালো অবস্থানে যাবেন মেসি, বিশ্বাস ডি পলের।
তিনি বলেছেন, ‘সে দায়িত্ব ও চাপ নিতে খুব ভালো পারে। এই মুহূর্তটার মধ্যে দিয়ে তাকে যেতেই হতো কারণ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে তারা। কিন্তু এটাই ফুটবল। মেসি যা কিছু জিতেছে, এর জন্য গর্বিত হওয়া উচিত। খেলাটার গতিই হচ্ছে কখনো আপনাকে দেবে, কখনো কেড়ে নেবে।’
‘জাতীয় দলে ফেরাটা তার জন্য ভালো হবে। এটা তাকে মানসিকভাবে কিছুটা বদলে দেবে। আমি জানি যা কিছু আসছে, সে ওসবের দিকে নজর দিচ্ছে। আমি আবারও তার সঙ্গে দেখা করতে চাই, শেষবার যেটা হয়নি। যদিও আমাদের মধ্যে মেসেজ আদান-প্রদান ও কথা হয়েছে।’