বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের মা শাহানা জামান আজ (বুধবার) সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, ছেলের স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেশ কিছু দিন যাবত শাহানা জামান জটিল শারীরিক রোগে ভুগছিলেন। আজ সকালে রাজধানীর গোড়ানস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর গোড়ান শান্তিপুর মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদারীপুর কালকিনিতে নেয়া হবে। সেখানে আরেকটি জানাজার পর চিরশায়িত হবেন শাহানা জামান।
আবু নাঈম সোহাগ ১৭ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কর্মরত। শুধু ফুটবল অঙ্গনই নয়, পুরো ক্রীড়াঙ্গনে সোহাগ সুপরিচিত। সোহাগের মায়ের মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোক। শাহানা জামানের মৃত্যুতে বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রীড়া ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।