গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামের আউটপেস স্পিনিং মিলে লাগা আগুন ৮ ঘণ্টা পর রাত ২টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া।
তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া (বেপারীপাড়া) এলাকায় আউটপেস স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ও পরে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে গুদামে থাকা কি পরিমাণ তুলা পুড়েছে তা জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
কারখানার মানবসম্পদ বিভাগের সিনিয়র কর্মকর্তা কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।