কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ব্রিজের কাছ থেকে সাত বস্তা ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপারের হাসানুজ্জামানের নেতৃত্বে এক অভিযান চালানো হয়। এসময় পুলিশ ইয়াবার এই বড় চালান জব্দ করতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কার্টুন ইয়াবা পাওয়া গেছে। এখন গণনা চলছে। গণনা শেষে বিস্তারিত জানানো হবে।