সিএনএমঃ
কুমিল্লার তিতাসে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহিন উদ্দিন প্রঃ মহিন (২৭) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ মার্চ) রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার সাতানী ইউনিয়নের বৈদ্যারকান্দি গ্রামের আরামবাগ কবরস্থান সংলগ্ন হক মিয়া মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মহিন উদ্দিন উপজেলার বলরামপুর ইউনিয়নের মধ্য আকালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস জানান, এসআই তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স সহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মহিন উদ্দিন কে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মামলা রুজু পূর্বক আজকে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।