সাকিব হোসেইন, (কুমিল্লা) :
জাতীয় গুরুত্বপূর্ণ বাখরাবাদ-মেঘনা-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের সেকশন-এ এর বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন করেছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা এগারোটায় তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন অংশে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের সেকশন-এ এর বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।
পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের এই গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের এ-সেকশনে ব্যয় ধরা হয়েছে চুয়াল্লিশ কোটি ত্রিশ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজটি করেন ক্যাসল কনস্ট্রাকশন কোঃলিঃজেভি।
জিটিসিএল ব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ,জিটিসিএল ব্যবস্থাপক (ই এস ডি) প্রকৌশলী আইনুল কবীর, জিটিসিএল প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন ও ক্যাসল কনস্ট্রাকশন কোঃ লিঃ জেভি ব্যবস্থাপক মারুফুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।