নোনাজল
শেখ বোরহান
চোখের নোনাজল,সত্যি কোরে বল
কেনরে তুই কপল ভেজাস কোরে ছলাৎছল।
সবার কাছে শোনা, আমি নাকি নোনা
মন কিছুতে দুঃখ পেলেই আমার আনাগোনা।
ওরে আমার মন, একটুখানি শোন
কেনরে তুই দুঃখ পেলেই করিস অনশন।
ভাল পাবার আশা,কিংবা ভালবাসা
অকারণে অপবাদে চোখের জলে ভাসা।
আশা করাই ভুল, কাঁটা বিনে ফুল
মিথ্যে আসা ভালবাসা চোখের জলের মূল।