1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সব নারী ক্রু নিয়ে সৌদি আরবে উড়ল প্রথম ফ্লাইট

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ৪.০৪ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে সৌদি আরবে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আর এই ঘটনাকে রক্ষণশীল হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরবের কর্মকর্তারা শনিবার (২১ মে) একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আরব নিউজ।

ফ্লাইডিলের মুখপাত্র ইমাদ ইস্কান্দারানি জানান, গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার উদ্দেশে রওনা হয় তাদের একটি ফ্লাইট। ফ্লাইটটিতে সাত জন ক্রু ছিলেন এবং তাদের সবাই নারী।

তিনি আরও জানান, ফার্স্ট অফিসার-সহ ফ্লাইটে দায়িত্বপালন করা সাত সদস্যের ক্রুদের ‘বেশিরভাগই’ ছিলেন সৌদি নারী। তবে ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন বিদেশী।

প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে ফ্লাইডিলের এই দাবিকে শনিবার নিশ্চিত করে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় এই সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন সেক্টরে নারীদের ভূমিকা আরও সম্প্রসারিত করার পক্ষেই কথা বলে আসছে।

এএফপি বলছে, সৌদি আরবের কর্মকর্তারা এভিয়েশন সেক্টরে দ্রুত সম্প্রসারণের চেষ্টা করছেন এবং এটি মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটিকে বৈশ্বিক ভ্রমণের কেন্দ্রে পরিণত করবে বলে মনে করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com