প্রিমিয়ার লিগ ম্যানেজারদের প্রায়শই ফিক্সচার জটিলতা নিয়ে অভিযোগ করতে দেখা যায়। বিশেষ করে টেবিলের উপরের দিকে থাকা দলগুলো যারা হয়ত তিন-চারটি প্রতিযোগিতায় সমানতালে খেলতে থাকে, তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় ব্যস্ত সূচি। চলতি মৌসুমে যেমন একাধারে চার প্রতিযোগিতায় লড়াই করে গলদঘর্ম অবস্থা লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের পর ফিক্সচার জটিলতাকে ‘নৃশংস’ বলেছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে ক্লপের ফিক্সচার নিয়ে অভিযোগ করার বিষয়টিকে স্রেফ ‘সময় অপচয়’ বলে মনে করছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
বুধবার চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে সেমিফাইনাল খেলে শনিবার সকালে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে লিভারপুলকে। এই ম্যাচটিকে শনিবার রাতে আয়োজনের জন্য প্রিমিয়ার লিগকে অনুরোধ করেছিল লিভারপুল, তবে সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে লিগ কর্তৃপক্ষ।
গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল খেলেছে। শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে লিগে মাঠে নামবে তারা। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের পর খেলোয়াড়দের ফিটনেস রিকভার করার জন্য ৩০ ঘণ্টা বেশি সময় পাচ্ছে সিটি। আর সেজন্যই বোধহয় ফিক্সচার জটিলতার বিষয়টি ক্লপকে বেশি পোড়াচ্ছে। কারণ লিগে ম্যান সিটির সঙ্গে লিভারপুলের এখন পয়েন্টের ব্যবধান যে মাত্র। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু দিনশেষে ভেঙে বা গড়ে দিতে পারে শিরোপার ভাগ্য।