রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য নতুন একজন জেনারেল নিয়োগ করেছেন। কিয়েভ পুনর্দখল করতে ব্যর্থ হওয়ার পর তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তারা জানিয়েছেন।
ওই কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ইউক্রেনে রুশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনারেল আলেকজান্ডার ডভরনিকভকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার কমান্ডার ছিলেন।
ডভরনিকবের যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে ইউক্রেনে হামলার বিষয়গুলো নতুন করে সমন্বয় করা হবে। পাশাপাশি ডনবাস অঞ্চলে ব্যাপক সামরিক অভিযানে নজর দেওয়া হতে পারে।
রুশ বাহিনী ইতোমধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। বিশেষ করে প্রধান শহরগুলোর ভবনে তারা হামলা চালিয়েছে। রাশিয়ার সেনাবাহিনী বন্দরনগরী মারিউপলে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
ইউরোপিয়ান কর্মকর্তারা বলছেন, আমরা দেখব এই পদক্ষেপ কতটা কার্যকরী হয়। তাদের চিন্তা ও কৌশলগুলো আগের মতোই রয়ে গেছে। তারা পুরোনো পথেই হাঁটছে।
সূত্র: সিএনএন