বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

করোনায় অসাধু ব্যবসায়ীরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে : রাষ্ট্রপতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১০.৪২ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ই-কমার্স বিশেষ করে অনলাইনে বেচাকেনার নামে কিছু অসাধু ব্যবসায়ী জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই তথ্য-প্রযুক্তির অপব্যবহার রোধ করে ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসার অব্যাহত রাখতে হবে। ক্রেতাদেরও লোভনীয় অফার দেখে হুমড়ি খেয়ে পড়ার মানসিকতা পরিহার করারও আহ্বান জানান তিনি।

বুধবার (৩০ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোরগঞ্জে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

আবদুল হামিদ বলেন, দেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশ যুব সম্প্রদায়কে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা সুযোগকে কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদি টেকসই অবস্থান তৈরি করতে হলে মৌলিক গবেষণা ও এনিমেশনের বিকল্প নেই। সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার শিল্পের বিকাশ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে দেশে গড়ে উঠেছে ডিজিটাল অর্থনীতি। আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ৮৩টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা সরবরাহ করা হচ্ছে। এই খাতে রপ্তানি এক দশমিক তিন বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালের মধ্যে এ আয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়াবে এবং জিডিপিতে সফটওয়্যার ও আইটি সেবা খাতের অবদান পাঁচ শতাংশ উন্নীত হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজোয়ান আহম্মদ তৌফিক। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com