মানসিক আর শারীরিক অবসাদকে কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব আল হাসান। সাকিবের মৌখিক প্রস্তাব আমলে নিয়ে তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে আর টেস্ট স্কোয়াডে নাম থাকলেও পাওয়া যাবে না সাকিবকে। টাইগার এই অলরাউন্ডারকে মিস করবেন পেসার তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘অনেক মিস করব। সাকিব ভাই সবসময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যেকোনো দলের জন্য সবসময় ভালো হয়। যদি না খেলে, আমরা অনেক মিস করব।’
সাকিব না থাকায় চাপ বাড়বে দলের উপর। বোলিং বিভাগকে নিতে হবে বাড়তি দায়িত্ব। এর আগে দ্বিপাক্ষিক সিরিজে কখনোই দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ জেতেনি টাইগাররা। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তাসকিন। এজন্য গত নিউজিল্যান্ড সফরে টেস্ট জয় থেকে আত্মবিশ্বাস নিচ্ছেন তিনি।
তাসকিন বলছিলেন, ‘চ্যালেঞ্জিং তো হবেই। নিউজিল্যান্ড সফরও চ্যালেঞ্জিং ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ ও আফিফ যেভাবে ম্যাচ জেতাল। কঠিন ম্যাচগুলো জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকায়ও জেতা সম্ভব।’
বিশ্বের সেরা বোলার হতে চান জানিয়ে যোগ করেন তাসকিন, ‘সবসময় একই প্রক্রিয়ায় মনোযোগ রাখি। ভালো খেলি বা খারাপ খেলি, নিজের প্রসেস সবসময় ধরে রাখছি। স্বপ্ন অনেক বড়। বিশ্বের শীর্ষ বোলার হতে চাই। নিজের ফিটনেস ও বোলিংয়ের যাতে উন্নতি হয় সেদিকে মনোযোগ রাখছি।’