শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

পূজার বুকে রঙ মাখালেন স্বামী, ভিডিও ভাইরাল!

  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ২.৫৩ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা আজ। এ উৎসবের অপর নাম ‘দোলযাত্রা’। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উৎসবটি উদযাপিত হয়।

দোল মানেই রঙের উৎসব। প্রিয়জনের গায়ে রঙ লাগিয়ে আনন্দ করার আয়োজন। এই উৎসবে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও সামিল হন। টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জিও রঙে রঙিন হয়েছেন। আর তাকে রঙ লাগিয়েছেন তার স্বামী কুনাল বার্মা।

স্বামীর সঙ্গে পূজার এই অন্তরঙ্গ রঙ খেলার ভিডিও দেখে ভক্তরা যারপরনাই খুশি। রাতারাতি ভিডিওতে লক্ষাধিক লাইক পড়েছে। অসংখ্য মন্তব্যে পূজার আবেদনময়ী রূপের প্রশংসাও করেছেন তারা।

এক অনুসারী লিখেছেন, ‘এতো সেক্সি বউ পেলে আমিও এভাবে রঙ মাখাতাম’, কুনালকে উদ্দেশ্য করে একজন মন্তব্য করেছেন, ‘লাভলি! দিব্যি বলছি, বউ তোমার, কিন্তু মনে হয় আমার। মাইন্ড করো না প্লিজ।’

তবে সমালোচনাও শুনতে হচ্ছে এই দম্পতিকে। কেউ লিখেছেন, ‘রঙ তো লাগাচ্ছো, কিন্তু উসকানি বেশি দিচ্ছো!’ আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘হোলিতে গালে রঙ মাখে ভাই!’

উল্লেখ্য, করোনা আবহে ২০২০ সালে আইনি বিয়ে সেরেছিলেন পূজা ব্যানার্জি ও কুনাল বার্মা। এরপর তাদের সংসারে আসে প্রথম সন্তান কৃশিব। তবে গত বছর ফের ধুমধাম আয়োজনে বিয়ে করেন এ দম্পতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com