বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জাপান বড় অর্থনৈতিক শক্তি, বাংলাদেশ কাজে লাগাতে চায়

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৪.২৮ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাপান বাংলাদেশের অন্যতম বন্ধু। তাদের সঙ্গে আমাদের কখনো মনোমালিন্য হয়নি। সরকার জাপানকে সবসময় উচ্চ মর্যাদা দিয়ে থাকে। জাপান এশিয়ার বড় অর্থনৈতিক শক্তি। আমরা এটাকে কাজে লাগাতে চাই।

বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ -জাপান পার্টনারশিপ ফর দ্য নেক্সট ডেভেলপমেন্ট জার্নি’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একসময় কেউ বাংলাদেশের সঙ্গে এফটিএ চুক্তি করতে তেমন আগ্রহ দেখায়নি। তবে জাপান নিজেই এফটিএ চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ সুযোগটিকে কাজে লাগাতে চায়।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর চলমান বাণিজ্যসুবিধা অব্যাহত রাখতে চায় জাপান। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন এবং উভয় দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একটি যৌথ কার্য দল গঠন করা যেতে পারে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। জাপান বাংলাদেশের সব থেকে বড় উন্নয়ন সহযোগী। এ সহযোগিতা অব্যাহত রাখতে এফটিএর জন্য আমরা আগ্রহী। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি করা হবে। জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com