শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

চমেক হাসপাতালের ফার্মেসিতে দুদকের অভিযান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ১.৫৬ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

ওষুধ চুরি করে বাইরে বিক্রি করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ফার্মেসিতে  অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে হাসপাতালের ফার্মেসিতে এ অভিযানে আসে দুর্নীতিবিরোধী সংস্থাটির ৪ সদস্যের টিম।  দুদকের উপ-পরিচালক মো. নাজমুছ ছায়াদাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপ-পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক এনামুল হক, কনস্টেবল মো. ইমরান হোসেন উপস্থিত আছেন।

অভিযানে চমেক মেডিকেলের আউটডোর ফার্মেসির বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে দেখছেন দুদক কর্মকর্তারা। তারা হাসপাতালের কেন্দ্রীয় ওষাধুগারে বিভিন্ন কাগজপত্র দেখেছেন। ভেতর থেকে কিছু নথিপত্র এনে আউটডোরের সঙ্গে মিলিয়ে দেখছেন।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬ নাম্বারে ফোন করে এক গ্রাহক ফার্মেসির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে  অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামেন দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর কর্মকর্তারা।

উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে সাড়ে তিন লাখ টাকার সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। হাসপাতালের গোল চত্বর থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার দুজন হলেন ২৬ নং ওয়ার্ডের সরকারি স্টাফ আশু চক্রবর্তী ও আউটসোর্সিং কর্মচারী মো. সৈয়দ। চুরির ঘটনায় চমেকের স্টোর অফিসার ডা. মো. হুমায়ুন কবির বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশও ঘটনাটি তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com